খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০১৫ : পণ্য বিক্রির মূল্য তালিকা না থাকায় জিগাতলা ও হাজারিবাগ কাঁচাবাজারের পাঁচ ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিামানা ও সতর্ক করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া হাজারিবাগ এলাকায় সিগারেট ও তামকাজাত পণ্যে বিজ্ঞাপন প্রচার করায় একজন মুদি দোকানদারকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার মনটরিং টিম ও ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার জিগাতলা ও হাজারিবাগ এলাকায় সকাল থেকে অভিযান পরিচালনা করেন। এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা করিম। তিনি ওই ছয় ব্যবসায়ীকে মোট নয় হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা করিম বলেন, ‘জিগাতলা ও হাজারিবাগ কাঁচাবাজারে অভিযান পরিচালনা করা একটি দোকানেও পণ্য বিক্রির মূল্য তালিকা ঝুলিয়ে রাখতে দেখা যায়নি। ব্যবসায়ীরা মূল্য তালিকা ছাড়াই “োরছে কাঁচামাল ও পণ্য-দ্রব্য বিক্রি করছেন। যার পরিপ্রেক্ষিতে পাঁচ ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে। এ সময় অভিযানের শুরু হচ্ছে দেখে কোনো কোনো ব্যবসায়ীরা দোকান বন্ধ করে পালিয়ে যান।’
তিনি বলেন, ‘পণ্য মূল্য তালিকা রাখার বিষয়ে এ দুই বাজারের ব্যবসায়ীরা সতর্ক নন। আর যে দুই-একজনের কাছে এ তালিকা রয়েছে, তারা তা সার্টিফিকেটের মতো রেখে দিয়েছেন। আমরা তাদেরকেও সতর্ক করেছি। জরিমানার চেয়ে জনগণকে সতর্ক করা মোবাইল কোর্টের পরিচালনার প্রধান কাজ।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা করিম আরও বলেন, ‘হাজারিবাগ এলাকায় এক মুদি দোকানে সিগারেট ও তামকাজাত পণ্যে বিজ্ঞাপন প্রচার করতে দেখা যায়। এ জন্য একজন মুদি দোকানদারকে এক হাজার টাকা জরিমানা করা হয়। তাকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ, সংশোধন আইন-২০১৩ এর ৫ ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়েছে।