Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

72খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০১৫ : বগুড়ার শিবগঞ্জের হরিপুরে শিয়া মুসলিমদের একটি মসজিদে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার মাগরিবের নামাজের সময় এ হামলা হয় বলে পুলিশ জানিয়েছে। হামলায় আহত হয়েছেন আরও তিনজন।
বগুড়ার পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বলেন, “গুলিতে একজন মারা গেছেন এবং তিনজন আহত হয়েছেন।”
নিহত মোয়াজ্জেম আলী ওই মসজিদের মুয়াজ্জিন মোয়াজ্জেম আলী। আহতদের মধ্যে মসজিদটির ইমাম শাহিনুল ইসলামও রয়েছেন।
মোয়াজ্জেমকে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয় বলে ওই হাসপাতালের চিকিৎসক জাহিদুল ইসলাম জানিয়েছেন।
কারা এই হামলা চালিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
মহররমে ঢাকায় শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলার এক মাসের মধ্যে বগুড়ার শিবগঞ্জে এই হামলা হল। ওই হামলায় দুজন নিহত হয়েছিলেন।
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএস ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে বলে দাবি উঠলেও সরকার বলছে, এই দলটির তৎপরতা বাংলাদেশে নেই।