
খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০১৫ :২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপাসন খালদা জিয়া। বৃহস্পতিবার রাত নয়টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।বৈঠকে উপস্থিত আছেন- জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, বিজেপি সভাপতি আন্দালিভ রহমান পার্থ, এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ,ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি, লেবার পার্টির চেয়ারম্যানডা. মোস্তাফিজুর রহমান ইরান,বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমান,জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য আব্দুল হালিমসহ ২০ দলের নেতারা উপস্থিত উপস্থিত রয়েছেন। বিএনপির পক্ষে উপস্থিত আছেন, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।