Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5খোলা বাজার২৪ ॥শুক্রবার, ২৭ নভেম্বর ২০১৫: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সব সময় নির্বাচনমুখী দল। এ জন্য আওয়ামী লীগ সব সময় সব দলের অংশগ্রহণে নির্বাচন চায়। পৌরসভা নির্বাচনে প্রার্থী ঠিক করতে বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে আয়োজিত দলের এক জরুরি সভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
দলীয়ভাবে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়ে শেখ হাসিনা বলেন, সব সময় স্থানীয় সরকার পর্যন্ত দলীয়ভাবে নির্বাচন হলে রাজনৈতিক দলগুলো আরো শক্তিশালী হতো। এতে প্রতিদ্বন্দ্বিতা বাড়তো। প্রার্থীরাও ভোটারদের স্বার্থের দিকে খেয়াল রাখতে বেশি মন দিতেন।
তিনি আরো বলেন, এবার একটু দেখতে চাই নিজ দলের মার্কা নিয়ে বিএনপি নির্বাচনে অংশ নেয় কিনা। এটি তাদের জন্য একটি বড় সুযোগ।
শেখ হাসিনা কতিপয় পত্রিকার সমালোচনা করে বলেন, এর আগেও একই দিন একাধিক ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়েছে। একদিনে জোড়া ফাঁসি কার্যকর এটাই প্রথম নয়। এর আগেও হয়েছে। তিনি বলেন, জিয়াউর রহমানের আমলে তো গণফাঁসি কার্যকরের করা হয়েছে। আর আমাদের আমলে তো মানবতাবিরোধীদেরকে বিচারের মাধ্যমে ফাঁসি দেয়া হয়েছে। এই মানবতাবিরোধীরা একাত্তরে যে বর্বরতা চালিয়েছে তা আজ অনেকেই ভুলে গেছে।
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, জিয়াউর রহমান সরকার স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় বসিয়ে পুরস্কৃত করেছিলেন। জিয়ার স্ত্রী খালেদা জিয়াও স্বাধীনতা বিরোধীদের গাড়িতে পতাকা উঠিয়ে দেয়া হয়েছে। দেশের মানুষের প্রতি এদের কোনো দরদ নেই। থাকার কথাও নয়।