Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

17খোলা বাজার২৪ ॥শুক্রবার, ২৭ নভেম্বর ২০১৫: অস্ট্রেলিয়ার নিউ ক্যাসেলে একটি ট্রেনে দুই মুসলিম নারীর বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণকারীকে রুখে দিল ট্রেনের সাধারণ যাত্রীরা।
ভুক্তভোগী মুসলিম নারী রুহি রহমান (২৩) ও তার বোন ট্রেন ভ্রমণ করছিলেন। এজন্য তিনি জনগণকে ধন্যবাদ দিয়েছেন।
রুহি বলেন, সে তার বোনের সঙ্গে বসা ছিলেন। এসময় এক দুর্বৃত্ত তাদের হুমকি দিয়ে যাত্রীদের উদ্দেশ্যে বলেন, তারা ট্রেনে বোমা হামলা করতে পারে।
এসময় ফুটবল ভক্ত কিছু যুবকসহ ট্রেনের সাধারণ যাত্রীরা তাদের সাহয্যে এগিয়ে এসে ওই দুর্ব্যবহারকারীকে ট্রেন থেকে বের করে দেয়।
শনিবার বিকেলে নিউক্যাসেল এবং হোয়াইটলে উপসাগরের মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তদন্ত করছে পুলিশ।
রুহি ফেসবুকে জানান, একজন অপরিচিত ব্যক্তি তার বোনের পাশে এসে বলে, ‘এখান থেকে বের হয়ে যাও। এটা আমার দেশ।’
সে তাদের সঙ্গে মুসলিম বিরোধী আচরণ করে আরও বলে, তোমরা বিভিন্ন দেশে বোমা হামলা করছ। তোমাদের এই দেশে থাকার অধিকার নেই।
রুহি বলেন, এসময় ট্রেনের অধিকাংশ যাত্রী তাদের সাহায্যে এগিয়ে আসে এবং তাদের পক্ষে প্রতিবাদ করে। এমনকি ওই লোকটিকে ট্রেন থেকে বের করে দেয় বলে তিনি জানান।