Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

21খোলা বাজার২৪ ॥শুক্রবার, ২৭ নভেম্বর ২০১৫: কোন সন্ত্রাসী দলকে ভঁয় পায়না পোপ তার একমাত্র ভঁয় উড়াল পঙ্খী মশা! যদিও সম্প্রতি ফ্রান্স ওমালিতে দুটি ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পোপ ফ্রান্সি তিনটি আফ্রিকার দেশ সফর করছেন।
খবর টাইমস অব ইন্ডিয়ার।
জানা যায়, আজ কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থানকালে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, ‘নিরাপত্তা নিয়ে আপনি কি উদ্বিগ্ন।’ তিনি তার কথা হেসে উড়িয়ে দিয়ে বলেন, ‘তোমাকে সত্যি করে বলছি, নিরাপত্তা নিয়ে আমি মোটেও উদ্বিগ্ন নই। আমার ভয় এখানকরা মশা নিয়ে। তোমার কাছে কি কোনো স্প্রে আছে?’
আজ নাইরোবিতে স্থানীয় মুসলিম নেতাদের উদ্দেশ করে পোপ বলেন, ‘শান্তির জন্য মুসলিম ও খ্রিষ্টানদের মধ্যে আলোচনা অপরিহার্য। ধর্ম কখনো সহিংসতাকে সমর্থন করে না।’
আগামী রোববার পোপ উগান্ডা যাবেন। তিনিই প্রথম পোপ, যিনি যুদ্ধকবলিত উগান্ডা সফর করছেন। সেখানে এক মাস ধরে মুসলমান ও খ্রিষ্টানদের মধ্যে লড়াই চলছে। তার সফরতালিকায় আছে সবচেয়ে বিপজ্জনক বলে কথিত রাজধানী বাঙ্গুই। সেখানকার একটি মসজিদ পরিদর্শন করবেন ফ্রান্সিস।