Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

31খোলা বাজার২৪ ॥শুক্রবার, ২৭ নভেম্বর ২০১৫: দীর্ঘ ২ বছর ধরেই চলছিল অত্যাচার। ভয়ে মুখ খুলতে পারেনি ষষ্ঠ শ্রেণির ছাত্ররা। অবশেষে এক ছাত্রের অভিযোগে সব পর্দাফাঁস। দিনের পর দিন স্কুলের ছাত্রদের দিয়ে যৌন লালসা চরিতার্থ করার অভিযোগে গ্রেপ্তার এক শিক্ষিকা। মেঙ্গালুরুর উল্লালে একটি স্কুলের ঘটনা।
ওই স্কুলের ষষ্ঠ শ্রেণির এক ছাত্র পুলিশকে জানিয়েছে, ডলফি সেকেরা নামে ৩৩ বছর বয়সি ওই শিক্ষিকা তাদের সোশ্যাল স্টাডিজ ও ইংরেজি পড়ায়। প্রত্যেকদিন ক্লাস শেষ হয়ে গেলে কয়েকজন ছাত্রকে সে নানা অছিলায় প্রজেক্ট রুমে নিয়ে যায়। তারপর পড়া বোঝানোর নামে চলে যৌন নির্যাতন। শুধু ষষ্ঠ শ্রেণির ছাত্রদেরই নয়, অষ্টম শ্রেণির ছাত্রদেরও একই ভাবে শিক্ষিকার যৌন লালসার শিকার হতে হয়। এরকম চলছে টানা ২ বছর।
বুধবার এক ছাত্র মা-বাবাকে বিষয়টি বলে। তারপরই ওই ছাত্রের মা-বাবা পুলিশকে বিষয়টি জানান। ডলফি নামে ওই শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে মেঙ্গালুরু পুলিশ। সুত্রঃ এই সময়
অনুরূপ একটি ভিডিও