খোলা বাজার২৪ ॥শুক্রবার, ২৭ নভেম্বর ২০১৫: দেশ ও জনগণের কথা বিবেচনা করে শর্তসাপেক্ষে পৌরসভা নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন আজ এক সংবাদ সম্মেলনে একথা জানান। একই সঙ্গে ভোটগ্রহণ ১৫ দিন পেছানোর দাবিও করা হয় দলটির পক্ষ থেকে।
শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র, দলীয় প্রতীকে পৌর নির্বাচন অনুষ্ঠানের বিভিন্ন নেতিবাচক দিকগুলোর সমালোচনা করে তিনি।
রিপন বলেন, ‘তুচ্ছ-তাচ্ছিল্য করে এমনিতেও জনগণের ভোটাধিকার সরকার হরণ করেছে। অপরদিকে জনগণ যখন কিছুটা ভোট দেওয়ার সুযোগ পায়, তখনো সেই ভোটের মর্যাদাকে সরকার ভূলুণ্ঠিত ও পদদলিত করে। তারপরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিদ্যমান প্রেক্ষাপটকে আমলে নিয়ে শুধুমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা এবং জনগণের ভোটাধিকার আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য এই নির্বাচনে শর্তসাপেক্ষে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
রিপন বলেন, জানুয়ারি মাসের শুরুতেই ভোটার তালিকায় ৫০ লাখ নতুন ভোটার যোগ হবার কথা। ডিসেম্বরের ৩০ তারিখ নির্বাচন হলে এসব নতুন ভোটাররা পৌরসভা নির্বাচনে ভোট দিতে পারবে না। ভোটগ্রহণ ১৫ দিন পিছিয়ে দেওয়া হলে এরা (নতুনরা) ভোট দিতে পারবে। এ বিষয়ে বিএনপি নির্বাচন কমিশনের কাছে একটি চিঠি পাঠাবে বলেও জানান রিপন।