Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

779A2798 (1)খোলা বাজার২৪ ॥শুক্রবার, ২৭ নভেম্বর ২০১৫: ডিজিটালাইজেশন প্রক্রিয়ার পদক্ষেপ হিসেবে এক্সিম ব্যাংক এবং নির্বাচন কমিশন বাংলাদেশ এর মধ্যে একটি দ্বি-পাক্ষিক সমঝোতা স্মারক চুক্তি গত (২৪-১১-২০১৫) তারিখে নির্বাচন কমিশন এর IDEA প্রকল্প সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলি মিয়া এবং নির্বাচন কমিশন সচিবালয় এর পরিচালক (অপারেশন্স) জনাব সৈয়দ মোহাম্মদ মুসা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এখন থেকে ব্যাংক গ্রাহকের হিসাব খোলার ব্যাপারে গ্রাহক কর্তৃক প্রদত্ত জাতীয় পরিচয় পত্রের তথ্যের সঠিকতা যাচাই করতে সক্ষম হবে। এই যাচাই প্রক্রিয়া ব্যক্তির তথ্যের প্রামাণিক দলিল হিসাবে এবং আর্থিক লেনদেনের স্বচ্ছতার প্রতীক হিসাবে পরিগণিত হবে; প্রতারণা ও জালিয়াতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং আর্থিক সেবার মান বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সিরাজুল হক মিয়া, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ নির্বাচন কমিশন সচিবালয় এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মোঃ সালেহ উদ্দিন এবং ব্যাংকের প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মোঃ মুনীরুজ্জামান এবং উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন নির্বাহীবৃন্দ।