Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

2015-11-27_3_605915

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৭ নভেম্বর ২০১৫: ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফ্যাবিয়াস বলেছেন, তিনি প্রত্যাশা করেন সিরিয়ার সরকারি বাহিনী ইসলামিক স্টেট (আইএস)’কে ধ্বংস করার যুদ্ধে অংশ নেবে। আইএস প্যারিস হামলার দায়িত্ব স্বীকার করেছে।
ফ্যাবিয়াস আরটিএল রেডিও’কে বলেন, ‘আইএস বিরোধী যুদ্ধে অবশ্যই দুটি ব্যবস্থা কার্যকর। এক, বোমা হামলা দুই, স্থল সৈন্য বাহিনীর অভিযান। আমাদের স্থলবাহিনী সেখানে নেই। তবে সেখানে ফ্রি সিরিয়ান আর্মি ও সুন্নি আরব বাহিনী রয়েছে। তবে কেন সেখানে সরকারি বাহিনী অংশ নেবে না।’
আইএসের শক্ত ঘাঁটি রাকা এখনও প্রধান সামরিক লক্ষ্যস্থল উল্লেখ করে ফ্যাবিয়াস বলেন, রাশিয়া ও ফ্রান্সের জঙ্গি বিমান সাম্প্রতিক দিনগুলোতে ওই শহর লক্ষ্য করে বোমা হামলা চালাচ্ছে।
তিনি বলেন, ‘আমাদের অন্যতম প্রধান সামরিক লক্ষ্যস্থল রাকা, কারণ এটা আইএসের ঘাঁটি। ফরাসিদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করা হয় এখান থেকে।