খোলা বাজার২৪ ॥শুক্রবার, ২৭ নভেম্বর ২০১৫: দেশে গণতন্ত্র না থাকায় বাংলাদেশ আজকে সারা বিশ্বে জঙ্গী রাষ্ট্র হিসেবে পরিচিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে.জে মাহবুবুর রহমান।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অল কমিউনিটি ফোরাম আয়োজিত‘চ্যালেঞ্জেস অফ এক্সিট্রিমিজম ইন বাংলাদেশ শীর্ষক’এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
লে.জে মাহবুব বলের ,‘বাংলাদেশ শান্তির দেশ এ দেশে কোন জঙ্গী থাকতে পারে না। কিন্তু বর্তমান দেশে গণতন্ত্র না থাকায় বাংলাদেশ আজকে সারা বিশ্বে জঙ্গী রাষ্ট্র হিসেবে পরিচিত হচ্ছে।
দেশে সুষ্ঠ গণতন্ত্র ফিরে না আসা পযরন্ত জঙ্গীবাদের উত্থান রোধ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা
সাবেক এই সেনা প্রধান বলেন, ‘বিদেশী হত্যাকান্ড সহ সাম্প্রতিক সব হত্যাকান্ডের দায় স্বীকার করছে আইএস কিন্তু সরকার বলছে দেশে কোন আইএস নেই। তাহলে সরকার তাদেরকে গ্রেফতার করে প্রমান করছে না কেন দেশে আইএস নেই।’
বাংলাদেশ বার বার উগ্রবাদের স্বীকার হচ্ছে এটা গণতন্ত্রের জন্য অসনি সংকেত। এদেরকে কঠোরভাবে দমন করতে না পারলে এদেশ এক সময় সিরিয়া, আফগানিস্থানের,মত ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।