Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

43খোলা বাজার২৪ ॥শুক্রবার, ২৭ নভেম্বর ২০১৫: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা জানিয়েছেন, ‘মামলাজট কমাতে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আগামী ডিসেম্বর মাসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্য প্রদান কার্যক্রম শুরু হচ্ছে। ফলে বিদেশে অবস্থানরত যে কেউ আদালতে সাক্ষ্য দিতে পারবেন। এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।’
সিলেট জেলা আইনজীবী সমিতি আয়োজিত বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি জানান, দেশে ৩১ লাখেরও বেশি মামলা নিষ্পত্তির অপেক্ষায় আছে। মামলাজট কমাতে ডিজিটাল পদ্ধতিতে সাক্ষ্যগ্রহণ করা হবে।
প্রধান বিচারপতি আরো জানান, আদালতের পুরো কার্যক্রমের তথ্য সার্ভারে রাখার ব্যবস্থা করা হচ্ছে। মামলা সংশ্লিষ্টরা তাদের প্রয়োজনে এটা ব্যবহার করতে পারবেন।
যুদ্ধাপরাধীদের বিচার বিশ্বে প্রশংসিত হচ্ছে, এ দাবি করে প্রধান বিচারপতি এসকে সিনহা বলেন, ‘বিদেশের সাহায্য না নিয়েই যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। দেশের কিছু মানুষ এ বিচারের সমালোচনা করলেও বিদেশে এ বিচার প্রক্রিয়া প্রশংসিত হচ্ছে।’
রাশিয়ার এক বিচারকের কথা উল্লেখ করে তিনি বলেন, ওই বিচারক আমাদের বিচারিক কার্যক্রম দেখতে বাংলাদেশে আসার ইচ্ছে প্রকাশ করেছেন।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম সমিউল আলম, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, সিলেট জেলা ও দায়ারা জজ মনির আহমদ পাটওয়ারী, মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা, অ্যাডভোকেট কায়মূল হক চৌধুরী প্রমুখ।