খোলা বাজার২৪ ॥শুক্রবার, ২৭ নভেম্বর ২০১৫:ছাত্রমিশনের কেন্দ্রীয় সম্মেলনে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন সরকার জনগণকে জিস্মি করে ক্ষমতায় টিকে আছে। তারা অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে ভয় পায়। ৫ই জানুয়ারির নির্বাচনে জনগণ আওয়ামীলীগকে প্রত্যাখ্যান করলে ও ফ্যাসিবাদী কায়দায় র্যাব, পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতা কুক্ষিগত করেছে। জাতীয় নির্বাচন থেকে জনগণের দৃষ্টি আড়াল করে দলীয় নেতাকর্মীদের পুর্নবাসন করতে দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন দিয়েছে। তাই সরকারের ষড়যন্ত্র নস্যাৎ করতে আন্দোলনের কৌশল হিসেবে নির্বাচনে যাওয়া উচিত। তিনি বলেন- শিক্ষাঙ্গণে সন্ত্রাস, নৈরাজ্য, ভর্তি বাণিজ্য, প্রশ্নপত্র ফাঁসসহ সকল অপকর্মের সাথে ছাত্রলীগ জড়িত। চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখল বাণিজ্যে ছাত্রলীগ চ্যাম্পিয়ান হয়েছে। দেশের সকল দেশপ্রেমিক ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। গণতন্ত্রের পক্ষে ছাত্রসমাজ যুগে যুগে জীবন বাজি রেখে স্বাধীন, সার্বভৌমত্ব সুরক্ষা করেছে। ছাত্ররা ক্ষমতায় যাবার সিড়ি নয়, দেশ গড়ার কারিগর। নতুন প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে উৎপাদনমুখী কর্মনির্ভর শিক্ষানীতি প্রণয়নের দাবী জানান তিনি।
তিনি আজ শুক্রবার ফটো জার্নালিস্ট মিলনায়তনে বাংলাদেশ ছাত্রমিশনের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ছাত্রমিশন সভাপতি কামরুল ইসলাম সুরুজের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন- বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী। আরও বক্তব্য রাখেন- পার্টির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট ফারুক রহমান, এ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান চৌধুরী মুকুল, যুগ্ম মহাসচিব শামসুদ্দীন পারভেজ, নারীনেত্রী ডা. উম্মে হাবিবা রহমান, শিক্ষা সম্পাদক শেখ মিজানুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, ছাত্রমিশন সাধারণ সম্পাদক মোঃ জাবের হোসেন, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন রাসেল, সহ-সভাপতি সালমান খান, ঢাকা মহানগর আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ মিলন, সদস্য সচিব ইমরান হোসেন, কুমিল্লা মহানগর সভাপতি নাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম, নারায়ণগ্ঞ্জ মহানগর সভাপতি ইমরান হোসেন, তপন কুমার দাস, স্বপ্না খন্দকার সহ প্রমুখ।