খোলা বাজার২৪॥ শনিবার, ২৮ নভেম্বর ২০১৫ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, কিছু মানুষ রয়েছে যারা রাজনৈতিক উদ্দেশ্য বাংলাদেশকে অনিরাপদ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে। অথচ বাংলাদেশ আমেরিকার চেয়ে নিরাপদ একটি রাষ্ট্র। আজ শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারের একটি অভিজাত হোটেলে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা আয়োজিত কাস্টমার সাক্সেস সামিট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
পর্যটনমন্ত্রী বলেন, ফ্রান্সে হামলায় ১৫০ জন নিহত হওয়ার পরও সেখানে জলবায়ু সম্মেলন করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু বাংলাদেশে বিচ্ছিন্নভাবে ৩ বিদেশি নিহত হওয়ার পর কেউ কেউ সতর্কতা জারি করে যা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ২০১৪ সালের ১ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে ৭৭ হাজার বিদেশি ভ্রমণে এসেছেন। কিন্তু ২০১৫ সালের ১ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ৮৭ হাজার বিদেশি পর্যটক এসেছেন। এতে প্রমাণিত হয় বাংলাদেশ একটি নিরাপদ রাষ্ট্র। মন্ত্রী বলেন, সরকার পর্যটন শিল্পের বিকাশে ধারাবাহিক উন্নয়ন পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে কক্সবাজারকে দেওয়া হয়েছে অগ্রাধিকার।
এখানে অবকাঠামো উন্নয়ন, ৩১ ডিসেম্বর আন্তর্জাতিক বীচ ফ্যাস্টিভাল আয়োজন করা হচ্ছে। ২০১৬ সালকে পর্যটনবর্ষ ঘোষণা করে ১০ লাখ পর্যটক আগমনের টার্গেট করা হয়েছে। রাশেদ খান মেনন বলেন, দ্রুত সময়ের মধ্যে কক্সবাজারে পর্যটন মোটেল শৈবালকে একটি বিশেষ পর্যটন জোনে পরিণত করার কাজ শুরু হবে। একই সঙ্গে হিমছড়ি পাহাড় ঘেঁষে ক্যাবল কার স্থাপনসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কক্সবাজারের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব খোরশেদ আলম চৌধুরী, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এম সানাউল হক, বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনের চার্জ দ্য এফেয়ার্স ক্রিস্টিয়ান টারডিফ, ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন, আটাবের সাধারণ সম্পাদক আসলাম খান ও সহ-সভাপতি আবু জাফর বক্তব্য রাখেন।