খোলা বাজার২৪॥ শনিবার, ২৮ নভেম্বর ২০১৫ রাজধানীর মতিঝিল থানার আরামবাগ এলাকা থেকে ককটেলসহ ইসলামী ছাত্রশিবিরের ছয় নেতাকে আটক করা হয়েছে। নাশকতা করার উদ্দেশ্যে গোপন বৈঠকের সময় তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান আজ শনিবার সকালে সাংবাদিকদের বলেন, গোপন সংবাদ পেয়ে গতকাল শুক্রবার বিকেলে ৮৫, আরামবাগের তৃতীয় তলার একটি বাসায় অভিযান চালিয়ে ওই ছয়জনকে আটক করা হয়। এঁরা সবাই ইসলামী ছাত্র শিবিরের থানা পর্যায়ের নেতা।
ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, আটককৃতদের কাছ থেকে ১১টি ককটেল ছাড়াও বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়।