খোলা বাজার২৪॥ শনিবার, ২৮ নভেম্বর ২০১৫ কারাবন্দী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে চিকিৎসা দেওয়ার জন্য আবারও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
শনিবার সকাল পৌনে দশটার দিকে কাশিমপুর কারাগার থেকে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর তাকে হাসপাতালের বহির্বিভাগের মেডিসিন বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে চিকিৎসক।
ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের আবাসিক চিকিৎসক ডা: রাজদত্ত জানান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর শ্বাসকষ্ট ও এ্যাজমাজনিত রোগে ভুগছেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে ২১ নভেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।