Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

30খোলা বাজার২৪॥ শনিবার, ২৮ নভেম্বর ২০১৫: ওয়ানডে সিরিজের পর টোয়েন্টি২০ সিরিজেও পাকিস্তানকে হারিয়েছে ইংল্যান্ড। শুক্রবার রাতে সিরিজের দ্বিতীয় টোয়েন্টি২০ ম্যাচে ইংলিশরা ৩ রানের নাটকীয় জয় পেয়েছে। প্রথম ম্যাচে তারা জিতেছিল ১৪ রানে। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে ইংল্যান্ড।
দুবাইয়ে দিবা-রাত্রির দ্বিতীয় টোয়েন্টি২০ ম্যাচে আগে ব্যাট করেছে ইংল্যান্ড। শুরুতে শহিদ আফ্রিদির ঘূর্ণি বলের ফাঁদে পড়ে খানিকটা নাকাল হতে হয়েছে জস বাটলারের দলকে। তবে সেই বিপদ কাটিয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭২ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে ইংল্যান্ড। সর্বোচ্চ ৩৮ রান করেছেন জেমস ভিন্স। এ ছাড়া বাটলার ৩৩ ও জেসন রয় ২৯ রান করেছেন।
পাকিস্তানের পক্ষে আফ্রিদি ৩টি উইকেট নিয়েছেন। এ ছাড়া আনোয়ার আলী ২টি এবং সোহেল তানভীর, ওয়াহাব রিয়াজ ও শোয়েব মালিক ১টি করে উইকেট নিয়েছেন।
জয়ের জন্য ১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫১ রান (৫ ওভারে) পেয়েছে পাকিস্তান। শুরুটা খারাপ হয়নি আফ্রিদিদের। তবে নিয়মিত উইকেট হারানোয় বিপদে পড়তে হয়েছে তাদের। বিশেষ করে মিডল ও লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা সফল না হওয়ায় লক্ষ্য ছোঁয়া হয়নি পাকিস্তানের।
তবে ৮ নম্বরে ব্যাট করতে নেমে আফ্রিদি ৮ বলে ২৪ রান তুলে ইংলিশ শিবিরে আতঙ্ক ছড়িয়েছিলেন। যদিও ১৮তম ওভারের শেষ বলে তাকে প্লাঙ্কেটের ক্যাচ বানিয়ে দলকে নির্ভার করেছেন ইংলিশ পেসার ক্রিস ওয়াকস।
নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলতে সক্ষম হয়েছে পাকিস্তান।
ইংল্যান্ডের পক্ষে প্লাঙ্কেট ৩টি এবং ক্রিস ওয়াকস ও আদিল রশিদ ২টি করে উইকেট নিয়েছেন।
আগামী ৩০ নভেম্বর সিরিজের তৃতীয় ও শেষ টোয়েন্টি২০ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।