Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

44খোলা বাজার২৪॥ শনিবার, ২৮ নভেম্বর ২০১৫: ভারতের দিল্লিতে ব্যাংকের ২২ কোটি ৫০লাখ টাকাসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করেও শেষ রক্ষা হলো না গাড়িচালক প্রদীপ শুক্লার। অতপর পুলিশের হাতে ধরা খেয়ে শ্রীঘরে নির্বাসন পেল সে।
জানা গেছে, দিল্লিতে একটি বেসরকারি ব্যাংকের নিয়োমিত গাড়ির চালক প্রদীপ। ঘটনার দিনে যখন গাড়ীর গার্ড গাড়ী থেকে একটু নীচে নামেন সেই সুযোগে প্রদীপ টাকা ভর্তি গাড়ি নিয়ে পালিয়ে যায়। এক পর্যায়ে সে গোপন স্থানে গিয়ে টাকাগুলো গাড়ি থেকে নামিয়ে ফেলে। এবং ওই টাকা গুলোর মধ্যে সামান্য কয়েক হাজার টাকা খরচ করে। বাকি টাকা গোপন স্থানেই রেখে দেয়।
এরপর গাড়িতে তেল নিতে একটি পেট্রোল পাম্পে গেলে পুলিশ প্রদীপকে আটক করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে সে টাকার কথা স্বীকার করে। ওই গোপন স্থানের ঠিকানা দিলে পুলিশ ২২কোটি ৪৯লাখ টাকার খোঁজ পায়। সূত্র: আনন্দবাজার