Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজাBNP+shahjahanর২৪॥ শনিবার, ২৮ নভেম্বর ২০১৫।।পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর মনোনয়নের প্রত্যয়নপত্র প্রদানের ক্ষমতা দলটির যুগ্ম মহাসচিব মো. শাহজাহানকে প্রদান করেছেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সত্যায়িত এ পত্রের একটি নমুনাপত্র নির্বাচন কমিশনের উপ-সচিব সামসুল আলমের কাছে জমা দিয়েছে বিএনপি।

রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে এসে শনিবার বেলা সো1-thereport24-1য়া ১২টার দিকে বিএনপির একটি প্রতিনিধি দল বেগম খালেদা জিয়া স্বাক্ষরিত এ নমুনাপত্র জমা দেন।

প্রতিনিধি দলে আরও ছিলেন— বিএনপির সহ-প্রচার সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, সহ-দফতর সম্পাদক আছাদুল করিম শাহীন ও সহ-দফতর সম্পাদক সাইফুল ইসলাম টিপুসহ ৫ জন।

নমুনাপত্র জমা দেওয়ার পর প্রিন্স উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘বিধিমালা অনুসারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে পৌরসভা মেয়র পদে প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যায়নের জন্য শাহজাহানকে চেয়ারপারসন ক্ষমতা প্রদান করেছেন
। তারই একটি নমুনা স্বাক্ষর সংবলিত সত্যায়িতপত্র নির্বাচন কমিশনে জমা দিলাম। কমিশন প্রতিটা পৌরসভার রিটার্নিং কর্মকর্তার কাছে এ নমুমাপত্র পাঠাবেন।’