Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

hasina5খোলা বাজার২৪॥ শনিবার, ২৮ নভেম্বর ২০১৫।। পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীর মনোনয়ন প্রত্যয়নের ক্ষমতা দলটির সভানেত্রী শেখ হাসিনার হাতেই থাকছে। দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নমুনাপত্র নির্বাচন কমিশনে জমা দেয়া হয়েছে। এতে শেখ হাসিনার নমুনা স্বাক্ষর রয়েছে।শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এসে নির্বাচন কমিশনের উপ-সচিব সামসুল আলমের কাছে নমুনাপত্রটি জমা দেন দলটির উপ-কমিটির সহ-সম্পাদক এ বি এম রিয়াজুল কবির কাওসার।এ সময় সিইসিসহ কোনো কমিশনার নির্বাচন কমিশনে উপস্থিত ছিলেন না।এর আগে পৌর নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ঠিক করতে গত বৃহস্পতিবার আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হয়।শেখ হাসিনার সভাপতিত্বে ওই সভায় সিদ্ধান্ত হয়- জেলা কমিটি, উপজেলা কমিটি, শহর বা পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা স্থানীয় সংসদ সদস্যদের পরামর্শ নিয়ে একজন মেয়র প্রার্থী মনোনয়ন দেবেন। তা ৩০ নভেম্বরের মধ্যে সভানেত্রীর কার্যালয়ে পাঠাতে হবে। তা থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি স্থানীয় সরকার/পৌর মেয়র মনোনয়ন বোর্ড প্রার্থীর নাম চূড়ান্ত করবেন।এবারই প্রথম দলীয় প্রতীকে পৌরসভায় মেয়র নির্বাচন হবে বলে প্রার্থীদের কে প্রত্যয়ন করবেন তা শনিবারের মধ্যে জানাতে দলগুলোকে সময় বেঁধে দেয় ইসি।আওয়ামী লীগের আগে বিএনপির একটি প্রতিনিধিদল গিয়ে তাদের প্রার্থীদের প্রত্যয়নের ক্ষমতাবান ব্যক্তির নাম জমা দিয়ে আসেন।