Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

61খোলা বাজার২৪॥ শনিবার, ২৮ নভেম্বর ২০১৫: নাইজেরিয়ায় কানো প্রদেশে শিয়া মুসলিম সম্প্রদায়ের একটি মিছিলে আত্মঘাতী বোমা হামলায় ২১ জন নিহত হয়েছেন।
দেশটিতে শিয়া মুসলিম মতবাদ প্রতিষ্ঠাকারীর প্রতি সম্মান জানিয়ে আয়োজিত শোভাযাত্রায় এই হামলা চালানো হয় বলে নিরাপত্তাসূত্রগুলো এবং একজন শিয়া নেতা জানিয়েছেন।
শিয়া নেতা মুহাম্মাদ তুরি বলেন ২১ জন মানুষ নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, সেখানে হতাহতের ঘটনা ঘটেছে। তবে নিহতের সংখ্যা তারা নিশ্চিত করতে পারেনি।
শুক্রবার দেশটির কানো প্রদেশে স্থানীয় সময় দুপুর ২ টায় ডাকোজোয়ি শহরের কাছে একটি গ্রামে এই হামলা চালানো হয়।
পুলিশ কমিশনার মুহাম্মাদ মুসা কাতসিনা বলেন, “মহাসড়কের পাশে একটি এলাকায় হামলাটি চালানো হয়।[ৃ] বোমাটি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক দিয়ে তৈরি করা হয়েছিল।”
তবে কে বা কারা এই বোমা হামলার নেপথ্যে তা এখনো জানা সম্ভব হয়নি বলে পুলিশ কমিশনার জানিয়েছেন।
অবশ্য সন্দেহের তীর দেশটির উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠী বোকো হারামের দিকেই। সুন্নি ইসলামপন্থি এই গোষ্ঠীটি দেশটির উপাসনালয়, বাজার, বাস স্টেশনের মতো তুলনামূলকভাবে নিরাপত্তা ব্যবস্থা শিথিল রয়েছে এমন স্থানগুলো লক্ষ করে আত্মঘাতী হামলা চালিয়ে আসছে।
চলতি বছর দেশটিতে তাদের নিয়ন্ত্রণে থাকা অধিকাংশ অঞ্চলের দখল হারানোর পর থেকে গোষ্ঠীটি গেরিলা কৌশল অবলম্বন করছে। বোকো হারাম সিরিয়া ও ইরাকভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে।
গেল সপ্তায় দুই নারী আত্মঘাতী হামলাকারী কানো শহরের একটি মোবাইল ফোন মার্কেটে হামলা চালালে অন্ততপক্ষে ১৪ জন নিহত হন।
উত্তরপূর্বাঞ্চলীয় নাইজেরিয়ায় শরিয়া আইন প্রতিষ্ঠার লক্ষ্যে বোকো হারাম ২০০৯ সাল থেকে লড়াই চালিয়ে আসছে। গোষ্ঠীটির হামলায় এ পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ২১ লাখ মানুষ।