Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

64খোলা বাজার২৪॥ শনিবার, ২৮ নভেম্বর ২০১৫: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-কে ভারতের এক নম্বর সন্ত্রাসবাদী সংগঠন বলে অভিযোগ করেছেন সাবেক মহারাষ্ট্র পুলিশের আইজি এস এম মুসরিফ। খবর দি টাইমস অব ইন্ডিয়ার।
বৃহস্পতিবার সন্ত্রাসবিরোধী আন্দোলনের নেতা কারকারে হেমন্তের এক স্মরণ সভায় আরএসএসের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, ‘সম্প্রতি পুলিশের হাতে সংগঠনটির ১৩ কর্মী আটকের পর এটি বোঝা যায় যে, আরএসএস ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর আদর্শিক সংগঠন হিসেবে ভারতের এক নম্বর সন্ত্রাসী সংগঠন।’
কলকাতার সম্প্রতি কয়েকটি ঘটনার উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আরডিএক্স ব্যবহার করে সংঘটিত একটি মামলায় পুলিশ ওই সংগঠনটির ১৩ সদস্যের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। যদি কট্টরপন্থী হিন্দু সংগঠন বজরাং দলের সঙ্গে তুলনা করা হতো, তাহলে ওই মামলায় ১৭ জনকে আসামি করা যেত।’
২০০৭ সালে হায়দ্রাবাদের মক্কা মসজিদে বোমা হামলা, ২০০৬ ও ২০০৮ সালে মহারাষ্ট্রের মালেগাঁয়ে বিস্ফোরণ এবং ২০০৭ সালে সমঝোতা এক্সেপ্রেসে বোমা বিস্ফোরণের কথা তুলে তিনি বলেন, ‘আরএসএস যে এক নম্বর সন্ত্রাসী সংগঠন, এটা নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই।’
ইন্টেলিজেন্স ব্যুরোর দাবি, ২০০৮ সালে মুম্বাইতে হিন্দু উগ্র মৌলবাদের সঙ্গে সম্পৃক্ত সন্ত্রাসীদের হামলায় শান্তি প্রতিষ্ঠায় সন্ত্রাসবিরোধী সংগঠনের প্রধান হেমন্ত কুমার নিহত হবার পর সন্ত্রাসের বিরুদ্ধে মুসরিফ একটি গণ-আন্দোলনের ডাক দিয়েছিলেন।
অনুষ্ঠানে কারকারে স্মৃতি সংরক্ষণের পক্ষ থেকে সঙ্গীতে বিশেষ অবদান রাখায়, পশ্চিমবঙ্গের সঙ্গীত পরিচালক ও নন্দিত সঙ্গীতশিল্পী কবির সুমনকে কারকারে স্মৃতি পদক দেওয়া হয়।