Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

4খোলা বাজার২৪॥ রবিবার, ২৯ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ আবারও ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) ‘বি’ ক্যাটাগরির কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী দুই বছরের জন্য এ কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
আইএমও’র ২৮তম এক্সট্রা অর্ডিনারি কাউন্সিল সেশন ও ২৯তম এসেম্বলি সেশনে যোগদান শেষে শনিবার দেশে ফিরে নৌপরিবহনমন্ত্রী শাজাহান এ তথ্য জানিয়েছেন।
নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
মন্ত্রণালয় থেকে জানা গেছে, বিশ্বের ১৭১টি দেশ আইএমও’র সদস্য। এর মধ্যে ১০টি দেশ ‘এ’, ১০টি দেশ ‘বি’ ও ২১টি দেশ ‘সি’ ক্যাটাগরির সদস্য। সমুদ্রপথে ব্যবসা-বাণিজ্য থাকা দেশগুলোর মধ্য থেকে ‘বি’ ক্যাটাগরির সদস্য নির্বাচন করা হয়। ২০০৩ সাল থেকে বাংলাদেশ আইএমও কাউন্সিলে ‘বি’ ক্যাটাগরির সদস্য নির্বাচিত হয়ে আসছে।
বাংলাদেশ ১৯৭৬ সালে জাতিসংঘের সমুদ্র-সংক্রান্ত বিশেষায়িত সংস্থা আইএমও’র সদস্য পদ লাভ করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইএমও’র প্রধান কার্যালয় লন্ডনে ২৩ নভেম্বর থেকে মূল অধিবেশন শুরু হয়। এক্সট্রা অর্ডিনারি কাউন্সিল ও এসেম্বলি সেশন ছাড়াও ১১৫তম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।