খোলা বাজার২৪॥ রবিবার, ২৯ নভেম্বর ২০১৫ : ১৯৯০ এর পরে মাদকের প্রসারটা জেলা উপজেলা ও গ্রাম পর্যায়ে ছড়িয়ে গেছে। আইন শৃংখলা বাহিনী প্রতিমাসে হাজার হাজার গ্রেফতার করে, কোটি কোটি টাকার মাদক উদ্ধার করে, এবং শত শত মামলা হয়। শুধু মামলা দিয়ে, গ্রেফতার করে, মাদক সমস্যার সমাধান হবে না। মাদকের ভয়াবহতার বিষয়ে জন সচেতনতা সৃষ্টি করতে হবে। একইভাবে নারী নির্যাতন, শিশু নির্যাতন, বাল্য বিবাহ ও ইভটিজিংয়ের বিষয়ে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও জনতা সেতুবন্ধন তৈরী করাতে হবে। শনিবার বিকালে জেলা স্টেডিয়াম মাঠে জেলা কমিউনিটি পুলিশিংয়ের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশে জঙ্গিবাদের যে উত্থান হয়েছে তা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা তা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। জঙ্গিবাদ মোকাবেলায় পুলিশের সফলতার কথা তুলে ধরে আইজিপি আরো বলেন বর্তমানে ২১ জন জঙ্গির ফাঁসির রায় উ”চ আদালতের আপিল বিভাগে রয়েছে। অনেক জঙ্গি গ্রেফতার রয়েছে এবং অভিযান অব্যাহত আছে। বিশ্বব্যাপী যেভাবে জঙ্গিবাদ ছড়িয়ে পড়ছে, আইএস তাদের সমর্থন ও কর্মী বাহিনী তৈরী করছে এ সমস্যার প্রেক্ষিতে প্রত্যেককে সচেতন হওয়ার আহবান জানান তিনি।