Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

8খোলা বাজার২৪॥ রবিবার, ২৯ নভেম্বর ২০১৫ : কক্সবাজারে সেনাবাহিনীর শীতকালীন মহড়ায় গোলা বিস্ফোরণে এক সেনা সদস্য নিহত এবং তিনজন আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় উখিয়া উপজেলার মনখালী এলাকায় হতাহতের এ ঘটনা ঘটে বলে রামু সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক জানিয়েছেন।
এ ঘটনায় আহত তিনজন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে হাসপাতালের চিকিৎসক ওয়াহিদুজ্জামান মুরাদ জানিয়েছেন।
ব্রিগেডিয়ার গোলাম ফারুক বলেন, “মনখালীতে সেনাবাহিনীর শীতকালীন মহড়া চলছিল। সন্ধ্যা ৭টার দিকে একটি কামানের গোলার বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই একজন মারা যান। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।”
নিহত ইব্রাহিম খলিল রিপন (৩১) সিপাহী বলে জানান তিনি।
আহতরা হলেন- ল্যান্স করপোরাল রাসেল হাবিব, সার্জেন্ট হুমায়ুন ও সিপাহী হাবিবুর রহমান।
তাদের হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আনার প্রক্রিয়া চলছে বলে গোলাম ফারুক জানিয়েছেন।