খোলা বাজার২৪॥ রবিবার, ২৯ নভেম্বর ২০১৫ : রাজধানীর তেজগাঁও এলাকার ট্রাক ষ্ট্যান্ডে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের উপর হামলা চালিয়েছে শ্রমিকরা। রোববার পুলিশকে সঙ্গে নিয়ে মেয়র ট্রাক ষ্ট্যান্ড এলাকা থেকে ট্রাক উচ্ছেদ করতে গেলে শ্রমিকরা তার উপর এ হামলা চালায়।
এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন ও অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোকচিত্রী তানভীর আহমেদ সজীব আহত হয়েছেন। তাকে শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। শ্রমিকরা সাতরাস্তা মোড়ে অবস্থান নিয়েছেন, ফলে ওই এলাকা দিয়ে যান চলাচল বন্ধ আছে।