খোলা বাজার২৪॥ রবিবার, ২৯ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে আয়োজিত দেশের প্রথম ব্যাংকিং মেলায় পূবালী ব্যাংক লিমিটেড করেছে। রাজধানীর বাংলা একাডেমি চত্বরে সম্প্রতি আয়োজিত পাঁচ দিনব্যাপী এ মেলায় স্টল উদ্বোধন করেন পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল হালিম চৌধুরী। এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী উপস্থিত ছিলেন। ইসলাম।
একটি ব্যাংকিং জাতি গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত দেশের প্রথম ব্যাংকিং মেলায় পূবালী ব্যাংক লিমিটেডের স্টলে দর্শনার্থীদের ব্যাপক সমাগম হয়েছে। মেলায় পূবালী ব্যাংকের কর্মকর্তারা দর্শনার্থীদের বিভিন্ন ধরণের সঞ্চয়ী প্রকল্প, ঋণ প্রকল্প, এসএমই, রেমিটেন্স, কৃষিঋণ, নারী উদ্যোক্তা ঋণ, শিক্ষাঋণ, মানি লন্ডারিং ইত্যাদি সম্পর্কে অবহিত করেন। উল্লেখ্য, দর্শনার্থীদের সর্বোচ্চ আন্তরিকতায় নিবিড় মনোযোগে ব্যাংকিং সেবা সম্পর্কিত তথ্যাদি প্রদানের বিষয়টি মাথায় রেখে সাজানো হয়েছে পূবালী ব্যাংকের স্টল।