Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

20151129 - ATM Both Chormonaiখোলা বাজার২৪॥ রবিবার, ২৯ নভেম্বর ২০১৫ : বরিশালের চরমোনাই মাদ্রাসা কমপ্লেক্সে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এটিএম বুথ চালু করা হয়েছে। দূর্গম চরাঞ্চল চরমোনাই ইউনিয়নে এটিই কোন ব্যাংকের প্রথম এটিএম বুথ। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে চরমোনাই পীর আলহাজ্জ মাওলানা মুফতি সৈয়দ মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান।
তিন দিনব্যাপী চরমোনাই মাহফিলের প্রথম দিন কয়েক লাখ মুসল্লির সমাবেশস্থলে আয়োজিত এটিএম বুথের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চরমোনাই কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্জ সৈয়দ মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, জামিয়া রশিদিয়া আহসানাবাদের নির্বাহী পরিচালক আলহাজ্জ মুফতি মাওলানা ফয়জুল করিম, ব্যাংকের জোনাল হেড ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মঞ্জুরুল আলম ও ঢাকা কলেজের অধ্যাপক ড. মোহসীন উদ্দিন ফিরোজ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বরিশাল শাখার ব্যবস্থাপক এভিপি মোস্তাফিজুর রহমান। এর আগে একইদিন সকালে ঝালকাঠি শহরের প্রাণকেন্দ্রে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের অপর একটি এটিএম বুথ উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান।