Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

38খোলা বাজার২৪॥ রবিবার, ২৯ নভেম্বর ২০১৫ : তুরস্কের পাশাপাশি ভারতকেও রুশদের জন্য ‘অনিরাপদ’ উল্লেখ করে দেশটিতে নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে পুতিন প্রশাসন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সে গত শনিবার প্রকাশ করা এক সরকারি বিবৃতিতে তুরস্ক ও মিসরের পাশাপাশি ভারতকেও রুশদের জন্য অনিরাপদ বলে উল্লেখ করা হয়েছে।
মূলত গোয়াকেন্দ্রিক রুশ পর্যটকদের জন্য ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
রাশিয়ার এ ঘোষণায় বেশ বিপাকে পড়েছে গোয়ার পর্যটন ব্যবসায়ীরা। ইতোমধ্যে সমুদ্র সংলগ্ন অঞ্চলটিতে পর্যটকদের আনাগোনা কমে গেছে। এ অবস্থায় রাশিয়ার এ ঘোষণা তাদের আরও ক্ষতির সম্মুখীন করবে।
ধারণা করা হচ্ছে, সম্প্রতি ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা ও সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে রুশ প্রশাসন।
এ ছাড়া রুশ বিমান ভূপাতিতের জের ধরে তুরস্কে নিজ নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। এর আগে গত ৩১ অক্টোবর মিসরে রুশ যাত্রীবাহী বিমান বিধ্বস্তের পর দেশটিতে ভ্রমণে নিষেধাজ্ঞা ও সকল ফ্লাইট বন্ধ রেখেছে রুশ প্রশাসন।
বেশিরভাগ রুশ পর্যটক মিসর ও তুরস্কে ভ্রমণে যেত। এ ছাড়া অনেকে ভারতসহ এশিয়ার অনেক দেশে ভ্রমণ করে থাকে।
এদিকে রুশ নাগরিকদের জন্য ভ্রমণের স্থান হিসেবে কিউবা, ভিয়েতনাম ও চীনকে উল্লেখ করা হয়েছে। ওই তিনটি দেশকে ‘নিরাপদ’ উল্লেখ করে সেখানে যেতে নাগরিকদের উৎসাহিত করা হয়েছে।
প্রসঙ্গত, সমাজতান্ত্রিক রাশিয়ার সঙ্গে ওই তিনটি রাষ্ট্রের ভালো সম্পর্ক রয়েছে। ওই দেশগুলোতেও সমাজতান্ত্রিক শাসন বিদ্যমান।