খোলা বাজার২৪॥ রবিবার, ২৯ নভেম্বর ২০১৫ : দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে আদালত। রবিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল ইসলাম মোল্লা এই পরোয়ানা জারি করেন।
পরোয়ানা জারি হওয়া অপর আসামিরা হলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক সম্পত্তি কর্মকর্তা শাহাবুদ্দিন সাবু, সার্ভেয়ার মোতালেব হোসেন ও ফারুক হোসেন।
গত বছরের ২৪ আগস্ট দুদকের সহকারি পরিচালক মাহবুবুল আলমের দায়ের করা মামলায় এই পরোয়ানা জারি করা হয়। এই মামলায় গত ২২ সেপ্টেম্বর চার্জশিট দাখিল করেন দুদকের সহকারী পরিচালক শেখ আব্দুস সালাম।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সিটি করপোরেশনের নিয়ম না মেনে ঢাকা ট্রেড সেন্টারসহ দুইটি মার্কেটের কারপার্কিং ও খোলা জায়গায় দোকান নির্মাণ ও অস্থায়ী বরাদ্দ দেয়া হয়েছে। আসামিরা পরস্পরের যোগসাজসে প্রতি বর্গফুট ১৫ টাকা মাসিক ভাড়ায় অস্থায়ী বরাদ্দ দেন এবং ডিসিসির এস্টেট ২৫২৫ ফাইলের নোটশিট পরিবর্তন করে। উল্লেখ্য, সাদেক হোসেন খোকা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।