খোলা বাজার২৪॥ রবিবার, ২৯ নভেম্বর ২০১৫ : ঘরোয়া লিগে ত্রোয়েসকে ৪-১ গোলে হারিয়ে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)।
শনিবার রাতে নিজেদের মাঠে ২০তম মিনিটে উরুগুয়ের স্ট্রাইকার এদিনসন কাভানির গোলে লিড নেয় পিএসজি। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানে বিরতিতে যায় দুদল।
দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সুইডেনের স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ। ৬৭ মিনিটে ফরাসি ডিফেন্ডার লেইভিন কুরজাওয়ার গোলে জয়টাও নিশ্চিত হয়ে যায় পিএসজির। ৮৪তম মিনিটে স্কোরলাইন ৪-০ করেন বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা ফরাসি ফরোয়ার্ড জাঁ-কেভিন অগাস্তিন। খেলার অতিরিক্ত সময়ে সান্ত্বনাসূচক একমাত্র গোলটি করে অতিথিরা।
ফরাসি লিগে এখন পর্যন্ত অপরাজিত পিএসজির এটা ত্রয়োদশ জয়। ১৫ ম্যাচের অন্য দুটিতে ড্র করেছিল তারা। ৪১ পয়েন্ট নিয়ে শিরোপা লড়াইয়ে অনেকটাই এগিয়ে গেছে তারা।
এর আগে গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে মালমোকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছিল পিএসজি।