Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
1448780092খোলা বাজার২৪॥ ঘরে বসেই চমৎকার কন্ডিশনার তৈরি করতে পারেন। ডিম ও মধু দিয়ে বেশ কার্যকর কন্ডিশনার তৈরি করা সম্ভব। চলুন জেনে নেয়া যাক, কীভাবে এটি তৈরি করতে হবে।
প্রয়োজনীয় উপকরণ
১. দুই টেবিল চামচ অলিভ অয়েল
২. এক টেবিল চামচ মধু
৩. দুটি ডিম
প্রস্তুত প্রণালী
মাইক্রোওভেনে গরম করা যাবে এমন একটি বাটিতে মধু এবং অলিভ অয়েল ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি অল্প আঁচে মাইক্রোওয়েভ ওভেনে ৩০ সেকেন্ড গরম করতে হবে। (এই ধাপে ডিম মেশানো যাবে না।) মিশ্রণটি হালকা গরম হলে এরমধ্যে দুটি ডিম দিয়ে একটি কাঁটাচামচের সাহায্যে ভালোভাবে মিশ্রণটি মেশাতে হবে।
ব্যবহার বিধি
চুল চারভাগে ভাগ করে মাথার ত্বকে ও চুলের গোড়ায় মিশ্রণটি ভালোভাবে লাগিয়ে আলতো হাতে মালিশ করতে হবে। এতে মাথার মৃতকোষ উঠে আসবে। ৩০ মিনিট অপেক্ষা করে একটি চিরুনি দিয়ে আঁচড়ে কিছু মিশ্রণ পুরো চুলে ছড়িয়ে দিতে হবে। এরপর ভালোভাবে ধুয়ে ফেলুন।
আমরা সবাই বিভিন্ন ব্র্যান্ডের কন্ডিশনার ব্যবহার করে থাকি। অনেক সময় আশানুরূপ ফল পাইনা। তাই এই শীতেও ঝলমলে স্বাস্থ্যজ্জল চুলের জন্য প্রাকৃতিক উপাদান দিয়ে নিজের কন্ডিশনার নিজেই বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিন।