Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

55খোলা বাজার২৪॥ রবিবার, ২৯ নভেম্বর ২০১৫ : সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির বার্ষিক নির্বাচন। এ উপলক্ষে রোববার গঠনতন্ত্র অনুসারে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর সেগুনবাগিচা ডিআরইউ চত্বরে দিনব্যাপী এ সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা।
সভার শুরুতে সদস্যদের সামনে ডিআরইউ’র বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন। বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম। সভামঞ্চে ইউনিটির বর্তমান ও সাবেক কর্মকর্তাসহ বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। দ্বিতীয় পর্বে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
এদিকে এজিএমে ডিআরইউ সদস্যদের লাইফ ইন্স্যুরেন্স হিসেবে দুই লাখ টাকার পরিবর্তে ৩ লাখ টাকা নির্ধারণ করা হয়। এক লাখ ঢাকা ডিআরইউ কর্তৃপক্ষ বহন করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া অসুস্থকালীন আরো ৫০ হাজার টাকা বৃদ্ধি করা হয়।
এবারের এজিএমে প্রত্যেক সদস্যকে উপহার হিসেবে একটি করে অফিসিয়াল ব্যাগ ও হাতঘঁড়ি দেয়া হয়।