Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

96040_2fe92f21f09c881fcd0cdcb49a6ce3cd_XLখোলা বাজার২৪॥ সোমবা্বার৩০ নভেম্বর ২০১৫ : নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাইকোটের্র দেয়া তিন মাসের জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোটের্র আপিল বিভাগ।

সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। ফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলে জানিয়েছেন আইনজীবীরা।

গত ২৪ নভেম্বর পল্টন থানার নাশকতার তিন মামলায় মির্জা আলমগীরের স্থায়ী জামিন প্রশ্নে রুলের রায়ে তিন মাসের জামিন মঞ্জুর করেন বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ।

হাইকোটের্র এ রায় স্থগিতে আবেদন করলে ২৬ নভেম্বর চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত শুনানির জন্য ৩০ নভেম্বর পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানোর আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির। মির্জা আলমগীরের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন।

এর আগে এ রুল নিষ্পত্তির জন্য গত ০২ নভেম্বর দুই সপ্তাহ সময় বেধে দেন আপিল বিভাগ। আপিল বিভাগ এ তিন মামলায় আত্মসমর্পণের সময় বাড়ানোর আবেদন নাকচ করার পর গত ৩ নভেম্বর বিচারিক আদালত ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করেন ফখরুল। পরে আদালত জামিন না দিয়ে তাকে কারাগারে পাঠান।

চলতি বছরের জানুয়ারিতে হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে এসব মামলা করে পুলিশ।