
সোমবার সকাল সোয়া ১১ টার দিকে গুলশানে তার নিজ বাসা ‘ফিরোজা’ থেকে রওয়ানা দিয়ে সেখানে বেলা সোয়া ১২টায় পৌঁছেঁন তিনি । ঢাকার বিশেষ জজ-৯ এর আদালতে বেগম খালেদা জিয়া আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী।
এ দিকে খালেদা জিয়ার আত্মসমর্পণকে কেন্দ্র করে সকাল থেকে আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নাইকো দুর্নীতি মামলার বৈধতা নিয়ে খালেদা জিয়ার করা আবেদন গত ১৮ জুন খারিজ করে দেয় হাইকোর্ট। সেই সঙ্গে মামলার ওপর থেকে স্থগিতাদেশ তুলে নিয়ে বিএনপি চেয়ারপারসনকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়।