
সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানসহ দুই মন্ত্রণালয় বিশেষ করে আন্তঃমন্ত্রণালয়ের মধ্যে কোনো কিছু নিয়ে বিরোধ দেখা দিলে আদালতে না গিয়ে প্রথমে আন্তঃমন্ত্রণালয় আইনগত সহায়তা কমিটির কাছে যেতে হবে। যার প্রধান থাকবেন একজন সিনিয়র সচিব। এই কমিটিতে সমস্যার সমাধান না হলে মন্ত্রিসভা কমিটির কাছে যেতে হবে। যার প্রধান থাকবেন একজন সিনিয়র মন্ত্রী। তার সঙ্গে থাকবেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী/প্রতিমন্ত্রীসহ অন্যান্যরা।’