খোলা বাজার২৪, সোমবার, ৩০ নভেম্বর ২০১৫ : ইসলামিক স্টেট বা আইএস সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী বেশ কিছু এলাকা দখল করে সেখানে তথাকথিত ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেওয়ার পর থেকে শুধু সিরিয়ায় সাড়ে তিন হাজার লোকের শিরশ্বেদ করেছে। সিরিয়ার গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা দ্য সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস রবিবার এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি বলেছে, গত বছরের আগস্ট মাসে সিরিয়ায় খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেওয়ার পর থেকে আইএস এ পর্যন্ত তিন হাজার ৫৯১ জনের শিরশ্বেদ করেছে। যার মধ্যে এক হাজার ৯৪৫ জন বেসামরিক নাগরিক। এর মধ্যে ১০৩ জন নারী ও ৭৭ জন শিশু।
সংস্থাটি আরও বলেছে, গত মাসেই আইএস ৫৩ জনেরশিরশ্বেদ করেছে। এর মধ্যে ৩৫ জনই বেসামরিক লোক।
বেসামরিক নাগরিক ছাড়াও কুর্দি যোদ্ধা, সিরিয়ান সেনা এমনকি গুপ্তচর বৃত্তির অভিযোগে নিজেদের সদস্যকেও হত্যা করেছে আইএস।