খোলা বাজার২৪॥ সোমবা্বার৩০ নভেম্বর ২০১৫ : বরাবরই শান্ত স্বভাবের শচীন টেন্ডুলকার। তার ক্যারিয়ার নিয়ে ইয়ান চ্যাপেল প্রশ্ন তোলার পরও স্বভাবত শান্ত ছিলেন ক্রিকেটের এই কিংবদন্তী। কিন্তু এ বার আর চুপ থাকেন পারলেন না শচীন।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ডারবানে একটি ব্যায়ামাগারে শচীনের দেখা হয় ভারতের ক্রিকেট দলের এক সময় কোচ গ্রেগ চ্যাপেলের ভাই ইয়ান চ্যাপলের সঙ্গে। তখন শরীর চর্চায় ব্যস্ত শচীন। তাকে দেখে ইয়ান চ্যাপেল এগিয়ে এসে একটু ব্যঙ্গের সুরে বলেন, ‘ও, তাহলে এটাই হল রহস্য!’
শচীন চুপ করে শুনেছিলেন। কিন্তু যখন ইয়ান বলেন, ‘তোমাদের স্বভাবই হল বার বার কথা পাল্টানো।’
এ বার আর সহ্য করতে পারেননি শচীন। একেবারে ঝড়ের বেগে উত্তর দেন, ‘তোমার ভাই (গ্রেগ চ্যাপেল) আমাদের সব সমস্যার মূলে। তিনি আমাদের ক্রিকেটকে কমপক্ষে পাঁচ বছর পিছিয়ে দিয়েছেন।’ ব্যস! অমনি চুপ ইয়ান চ্যাপেল। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।