Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

29খোলা বাজার২৪॥ সোমবা্বার৩০ নভেম্বর ২০১৫ : লা লিগায় এইবারের ঘরের মাঠ স্তাদিও মিউনিসিপাল ডি ইপুরুয়াতে বেল-রোনালদোর নৈপুণ্যে স্বাগতিকদের বিপক্ষে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এইবারকে খুব সহজেই হারাতে পারেনি রাফায়েল বেনিতেজের শিষ্যরা। ম্যাচে ২-০ গোলে জয় পায় রিয়াল।
এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানেই রইল রিয়াল। ১৩ ম্যাচ খেলে রোনালদো বাহিনীর সংগ্রহ বেড়ে দাঁড়ালো ২৭। দুইয়ে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদ সমান ম্যাচ খেলে সংগ্রহ করেছে ২৯ পয়েন্ট। আর টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩৩।
ম্যাচের ১৫তম মিনিটে রোনালদো জোরালো শট রুখে দেন এইবারের গোলরক্ষক রিগো। নিজেদের মাঠে রিয়ালের আক্রমণ প্রতিহত করতে প্রাণপণ চেষ্টা করতে থাকেন স্বাগতিক ডিফেন্ডাররা। পাশাপাশি, ছোট ছোট পাসে অতিথিদের ভরকে দিতেও চেষ্টা করে এইবারের স্ট্রাইকাররা।
ম্যাচের ৪৩ মিনিটের মাথায় ওয়েলস তারকা গ্যারেথ বেলের গোলে লিড নেয় রিয়াল মাদ্রিদ। লুকা মদ্রিচের পাস থেকে এ গোল করেন বেল।
বিরতির পর আবারো নতুন করে শুরু করে রিয়াল। আক্রমণের ধারটাও বেনিতেজ শিষ্যদের একটু বেশিই লক্ষ্য করা যায়। ম্যাচের ৬৩ মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সে বল নিয়ন্ত্রণে নিতে গিয়ে স্বাগতিক ডিফেন্ডারের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান রোনালদো। পর্তুগিজ এ তারকা বেশ অবাক হন রেফারি পেনাল্টির বাঁশি না বাজানোয়। হতাশা উড়িয়ে গোলের সুযোগ খুঁজতে থাকেন তিনি।
আর রিয়াল সতীর্থ এবং ভক্তদের অবাক করে ম্যাচের ৭২ মিনিটে গোল করতে ব্যর্থ হন রোনালদো। এবার নিজেই বেশ হতাশ হন। সামনে শুধুমাত্র এইবারের গোলরক্ষক থাকলেও ফাঁকি দিতে পারেননি রিয়ালের গোলমেশিন।
৮২ মিনিটে পেনাল্টি লাভ করে রিয়াল। ভারকুয়েজকে নিজেদের ডি-বক্সে ফেলে দেয়ার চেষ্টা না করলেও এইবারের ডিফেন্ডারের পায়ে লেগে পড়ে যান রিয়ালের এ বদলি ফুটবলার। তাতে পেনাল্টির বাঁশি বাজে। সে সুযোগকে কাজে লাগান রোনালদো। বাকি সময়ে আর কোন গোল না হওয়ায় ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।