খোলা বাজার২৪॥ সোমবা্বার৩০ নভেম্বর ২০১৫ : বিপিএল-থ্রির চট্টগ্রাম পর্বের প্রথম ও আসরের ১৩তম ম্যাচে বরিশাল বুলসের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চিটাগং ভাইকিংসের দলপতি তামিম ইকবাল।
সোমবার দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।
শেষ খবর পর্যন্ত ২.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২ রান সংগ্রহ করেছে বরিশাল বুলস।
আসরে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ১টিতে জয় পেয়েছে তামিম ইকবালের চিটাগং ভাইকিংস। অপর দিকে মাহমুদ্ল্লুাহ রিয়াদের বরিশাল বুলস জিতেছে ২টি।
এ ম্যাচে ৩টি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে চিটাগং। এলটন জীবন মেন্ডিসের পরিবর্তে খেলবেন চিগুম্বুরা, আজমলের স্থানে কামরান আকমল এবং ইয়াছির শাহের স্থানে খেলছেন আসিফ হাসান।
অন্যদিকে ২টি পরিবর্তন নিয়ে খেলছে বরিশাল বুলস। প্রথমবারের মতো দলে নেয়া হয়েছে কানাডিয়ান ইভান লেভিসকে।
চিটাগং ভাইকিংস স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), দিলশান, তাসকিন আহমেদ, জিয়াউর রহমান, এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, এনামুল হক (জুনি:), নাঈম ইসলাম, আসিফ হাসান, কামরান আকমল, মোহম্মদ আমির, এলটন চিগুম্বুরা।
বরিশাল বুলস স্কোয়াড: মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইভান লুইচ, রনি তালুকদার, মেহেদি মারুফ, সাব্বির রহমান, নাদিফ চৌধুরী, সেকুগে প্রসান্নে, কেভিন কুপার, তাইজুল ইসলাম, মোহাম্মদ সামি ও আল-আমিন হোসেন।