Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

34খোলা বাজার২৪॥ সোমবা্বার৩০ নভেম্বর ২০১৫ : কথা আগেই হয়ে গিয়েছিল। অষ্টাদশীর মেয়েকে মনে ধরেছিল বলে চারজন ‘খদ্দের’ মেয়েটির মায়ের সঙ্গেই যোগাযোগ করেছিল। মেয়ের জীবনের দাম ঠিক করেন ২৫ হাজার টাকায়। সেই মতো মেয়েকে তুলে দেন ওই ধর্ষকদের হাতে। ঘৃণ্য ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদে। শেষ পর্যন্ত মেয়েটির তৎ‍পরতায় পুলিশ ঘটনা জানতে পারে।
কী হয়েছিল?
পুলিশ জানিয়েছে, গত ২১ নভেম্বর মেয়েটির মা ও বড় দিদি অভিযুক্ত ৪ ব্যক্তির কাছে ১৮ বছরের মেয়েকে বিক্রি করে দেন। প্রায় বেহুঁশ করেই মেখান থেকে মেয়েটিকে তারা নিয়ে যায় দিল্লির জাহাঙ্গীরপুরী অঞ্চলের একটি বাড়িতে। সেখানেই মেয়িটকে আটকে রেখে ৪ দিন ধরে লাগাতার ধর্ষণ করে ওই চার ব্যক্তি। এর মধ্যে কোনও ক্রমে ফাঁক বুঝে মেয়েটি সেই বাড়ি থেকে পালাতে সক্ষম হয়। ফিরে আসে মোরাদাবাদে, নিজের ধাই মা-র বাড়িতে। গোটা ঘটনা সে ধাই মা-কে জানায়।
গত বৃহস্পতিবার দু’জনে মহিলা থানায় গিয়ে ঘটনাটি বলে তাদের সাহায্য চান। সে দিনই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। মেয়েটিকে মেডিক্যাল পরীক্ষার জন্য সরকারি হাসপাতালেও নিয়ে যায় পুলিশ। পরীক্ষার পর ধর্ষণের প্রমাণও মিলেছে। মেয়েটির মা এবং দিদি-কে ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। চার দর্ষকের খোঁজ শুরু করেছে পুলিশ। সম্প্রতি মোরাদাবাদের পুলিশ রেকর্ডে মেয়ে পাচার চক্রের একটা চিত্র ফুঁটে উঠছে। মহিলা থানার এসএইচও শবনম খান জানান, গত কয়েক দিনের মধ্যে ২৫ জন মেয়ের নিখোঁজ হওয়ার ঘটনা সামনে এসেছে। মনে করা হচ্ছে, কোনও একটি বড় চক্র এর সঙ্গে যুক্ত রয়েছে। অভিযুক্ত ৪ জনের খোঁজ পেলে ব্যাপারটিতে আরও খানিকটা এগোনো যাবে বলে মনে করছেন তিনি।