Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

36খোলা বাজার২৪॥ সোমবা্বার৩০ নভেম্বর ২০১৫ : ম্যাজিক ক্যারিশমা যাই বলি না কেন, পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা অদ্ভুত কিছু করে দেখাতেই পছন্দ করে। স্বাভাবিকতার বাইরে নিজেকে এক আলেয়ার আলো রূপে উপস্থাপন করতে চায় তারা। এমনকি চোখের সামনে চোখ ফাঁকি দেয়াতেও তাদের জুড়ি নেই। তাই বলেই হয়তো তাদের নামের আগে ‘জাদুকর’ বিশেষণটি খুব মানানসই লাগে।
ছোটবেলায় আমরা সবাই প্রায় আলাদীনের আশ্চর্য প্রদীপের নাম শুনেছি। যেকোনো ইচ্ছের কথা জানালেই তা পূরণ করার শক্তি রাখতো সেই প্রদীপ। কিন্তু জাদুবিদ্যা কোনো অলৌকিক কিছু নয়। বরং সম্পূর্ণটাই বাস্তব। যা চর্মচক্ষু দ্বারা সহজেই দর্শন করা যায়।
‘ম্যাজিশিয়ান ইমপসিবল’ খ্যাত জাদুকর ডিনামো বিশ্বের অনেক সেরা জাদুকরদের মধ্যে অন্যতম একজন। সম্প্রতি তিনি বার্মিংহাম যাওয়ার পথে এমন এক কাণ্ড ঘটালেন যা জাদুবিদ্যার চেয়ে সত্যিই বেশি কিছু বলেই মনে হওয়ার মতো।
চলতি বছরের ডিসেম্বরে ডিনামো ম্যাজিকে মন মাতাবে বার্মিংহাম। ডিসেম্বর ৯ থেকে ১৩ পর্যন্ত বার্মিংহামে যখন তখন, যেখানে সেখানে অদ্ভুদ কাণ্ড করবেন ডিনামো। তবে এর আগেই লন্ডন তার ক্যারিশমা এক ঝলক দেখে নিয়েছে। উল্লেখ্য ভারতেও নিজের যাদুর ছোঁয়া রেখেছেন তিনি। এবার বার্মিংহামে যাওয়ার কোনো নৌকা-স্টিমার ছাড়া পায়ে হেঁটেই পার হলেন গভীর এক নদী। এ ঘটনার পর অভাবনীয়, অকল্পনীয়, চমকপ্রদ, আশ্চর্যজনক এসব সব বিশেষণেই যেন ডিনামো জন্য যথেষ্ট নয়।
এই ডিনামোই কখনও হাওয়ায় উড়ছেন, কখনও ভাসছেন আকাশে, আবার তাসের খেলায় মন মাতাচ্ছেন পথযাত্রীদের। যা দেখে সবার মুখ ‘হাঁ’। কিন্তু এবার এটা কী করে দেখালেন তিনি? ১৪৭ মাইল বয়ে আসা ৩৪২ ফুট গভীর টেমস নদীর ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন ডিনামো। নদীর উপর নির্মিত ব্রিজে দাঁড়িয়ে এই দৃশ উপভোগ করছে অসংখ্য দর্শক। একঝলক না দেখলে বিশ্বাস করাটাও অসম্ভব। তবে আর দেরি কেন?
রোমহর্ষক এই ম্যাজিকের নায়ক ‘ম্যাজিশিয়ান ইমপসিবল’ ডিনামো। সবাই যা করেন তা তিনি করেন না, আর যা তিনি করে দেখান বাকিরা শুধুই ‘হাঁ’ করেই দেখেন। কেউই সেটা করতে পারেন না।