Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

40খোলা বাজার২৪॥ সোমবা্বার৩০ নভেম্বর ২০১৫ : বরিশাল বুলসের দেয়া ১৭১ রানের টার্গেটে ব্যাট করছে চিটাগং ভাইকিংস। শেষ খবর পাওয়া পর্যন্ত ভাইকিংসের সংগ্রহ ১ উইকেটে ১৯ রান। ব্যক্তিগত ৬ রান করে আল-আমিন হোসেনের বলে কোপারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন অধিনায়ক তামিম ইকবাল। ৩ নম্বর ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসে দলের নতুন মুখ পাকিস্তানি ক্রিকেটার কামরান আকমল শুণ্য রানে কোপারের হাতে রান আউটের শিকার হন। ১২ রানে ব্যাট করছেন দিলশান।
এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে শেষ পর্যন্ত মাহমুদউল্লাহর ৫১ এবং প্রসন্নের ৩৬ রানের উপর ভর করে ১৭০ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় বরিশাল বুলস।
দলের পক্ষে ইনিংসের গোড়াপত্তন করতে এসে লিউইস (৪) ও রনি (০) তালুকদার দুজনই ব্যর্থতার পরিচয় দেন। তারপর একে একে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেন মেহেদী মারুফ (২৮), সাব্বির রহমান (০) ও নাদিফ চৌধুরী (৭)।
দলীয় ৬৩ রানে ৫ উইকেট হারিয়ে বরিশাল তখন অনেকটাই ব্যাটিং বিপর্যয়ে। তবে দলের মূল ভরসা হিসেবে তখনো উইকেটে ছিলেন মাহমুদউল্লাহ। পাশাপাশি মাহমুদউল্লাকে তখন ঠিকভাবেই সঙ্গ দিয়ে যাচ্ছিলেন প্রসন্ন।
এই দুই ব্যাটসম্যান মিলে ৬১ রানের মূল্যবান জুটি গড়ে দলকে সম্মানজনক পর্যায়ে নিয়ে যান। শেষ পর্যন্ত ব্যক্তিগত ৩৬ রানে প্রসন্ন প্যাভিলিয়নে ফিরলেও ৫১ রানে অপরাজিত থাকেন রিয়াদ। ইনিংসের শেষ মুহূতে ১১ বলে ২১ রান তুলেন কেভিন কোপার।
ভাইকিংসের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন মোহাম্মদ আমির ও জিয়াউর রহমান। এছাড়া দিলশান, শফিউল ও চিগাম্বুরা ১টি করে উইকেট শিকার করেন।
উল্লেখ্য, দিনের অপর ম্যাচে সন্ধ্যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে এবারের আসরে এখন পর্যন্ত সুপার ফ্লপ ক্লাব সিলেট সুপার স্টারস।