খোলা বাজার২৪॥ সোমবা্বার৩০ নভেম্বর ২০১৫ : প্রায় দুই বছরের বিল বকেয়ার কারণে বিচ্ছিন্ন করা হয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ।
সময়মতো বিল পরিশোধ না করায় সোমবার দুপুরে বিদ্যুৎ বিভাগের কর্মচারীরা জাপা অফিসের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। দুপুর সোয়া একটার দিকে সরেজমিন কাকরাইলের জাপা অফিস বিদ্যুৎ বিচ্ছিন্ন দেখা গেছে।
এ বিষয়ে জাপা অফিসের কর্মচারী ফরহাদ বলেন, ‘আমি শুনলাম বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।’
জাপার আইটি বিভাগের দায়িত্বে থাকা দলের তথ্য ও গবেষণা সম্পাদক মনিরুল ইসলাম মিলনও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কথা জানান।
জাপার অফিসের দায়িত্বে থাকা যুগ্ম দফতর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল অবশ্য এ ব্যাপারে কিছু জানেন না বলে জানান।
এ বিষয়ে জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া বলেন, ‘আপনার কাছেই শুনলাম। সংযোগ বিচ্ছিন্ন থাকলে আবার সংযোগ স্থাপনের ব্যবস্থা করা হবে।’
জাপার অফিস সূত্রে জানা গেছে, ২ লাখ ১৮ হাজার টাকা বকেয়ার কারণে এই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ছাড়া নভেম্বর মাস থেকে জাপা অফিসের ৩টি টিএন্ডটি ল্যান্ডফোনের সংযোগও বিচ্ছিন্ন রয়েছে।