খোলা বাজার২৪॥ সোমবা্বার৩০ নভেম্বর ২০১৫ : জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার আসামি হুমায়ুন কবীর হীরা ও বিএনপি নেতা রাশেদ উন নবী খান বিপ্লবের জামিন ফের নাকচ করেছে রংপুরের একটি আদালত।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ আটক রংপুরের যুবদল ও যুবলীগের তিন নেতাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেয় একই আদালত।
সোমবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শফিউল আলম এ আদেশ দেন।
এছাড়াও এ মামলার পরবর্তী দিন ধার্য করা হয় আগামী ১৫ ডিসেম্বর।
জাপানি নাগরিক কুনিও হোশি হত্যার ঘটনায় বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকা থেকে তিনজনকে আটক করে র্যাব। জাপানি নাগরিক কুনিও হোশি হত্যার ঘটনায় বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকা থেকে তিনজনকে আটক করে র্যাব। আদালত পুলিশের জিআরও ফখরুল ইসলাম জানান, দুপুরে আদালতে পাঁচজনকে হাজির করার পর হীরার পক্ষে আইনজীবী বদরুল ইসলাম বিব্বু এবং বিপ্লবের পক্ষে আইনজীবী আফতাব উদ্দিন জামিনের আবেদন করেন। ওই সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে হীরা ও বিপ্লবকে কারাগারে পাঠানোর আদেশ দেয় বলে জানান তিনি।
এ নিয়ে বিপ্লবের চারদফা ও হীরার তিনদফায় জামিনের আবেদন নাকচ হলো।
জিআরও ফখরুল ইসলাম আরও জানান, কুনিও হোশি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ১২ নভেম্বর মধ্যরাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিদিরপুর ও সাতনইল থেকে রংপুর মহানগর যুবদল সদস্য রাজিব হাসান সুমন ওরফে মেরিল সুমন, নওশাদ হোসেন রুবেল ওরফে ব্ল্যাক রুবেল এবং রংপুর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য কাজল চন্দ্র বর্মন ওরফে ভরসা কাজলকে আটক করে র্যাব।
“ওই সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি রিভলবার, গুলি ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
এই স্থানে হামলার শিকার হন হোশি কুনিও এই স্থানে হামলার শিকার হন হোশি কুনিও “এ তিন নেতাকে এ মামলায় আসামি দেখানোর জন্য মামলার তদন্ত কর্মকর্তা যে আবেদন করেছিলেন তা মঞ্জুর করেছে আদালত।”
গত ৩ অক্টোবর রংপুর নগরীর মুন্সিপাড়ায় রিকশায় করে কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের আলুটারি গ্রামে যাওয়ার পথে ৬৬ বছরের কুনিও হোশিকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় তিন মুখোশধারী মোটরসাইকেল আরোহী।
কুনিও হত্যার পর কাউনিয়া থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত পরিচয় তিনজনকে আসামি করে মামলা করেন।
ওই ঘটনায় তার ব্যবসায়িক সহযোগী হুমায়ুন কবীর হীরা ও রংপুর মহানগর বিএনপির সদস্য বিপ্লবকে ওই মামলায় আসামি করা হয়। বিপ্লব ঢাকা মহানগর বিএনপি হাবীব উন নবী খান সোহেলের ছোট ভাই।