Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20খোলা বাজার২৪॥ মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০১৫: আজ ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। বিগত ২৮বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিবসটি অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করে আসছে। দিবসটি উপলক্ষে বিশেষ বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
এইডস দিবস উপলক্ষে দেয়া বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এইডস বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এর স্বাস্থ্যগত দিকের পাশাপাশি মানবিক, অর্থনৈতিক ও সামাজিক গুরুত্বের বিষয়টি তুলে ধরার আহ্বান জানান।
অপর এক বাণী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আক্রান্ত ব্যক্তির প্রতি সামাজিক বৈষম্য রোধ, মৃত্যুহার হ্রাস ও এমডিজি-৬ অর্জনে কার্যকর উদ্যোগ নিতে দাতাগোষ্ঠীসহ সবাইকে একত্রে কাজ করার জোড়ালো আহ্বান জানান।
দিবসটি পালন উপলক্ষে দেশে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আলাদা আলাদা কর্মসূচী গ্রহণ করেছে। বিশ্ব এইডস দিবস উপলক্ষে আজ সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।
উল্লেখ্য, বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি সংক্রমণের হার এখনও ০.১ শতাংশের নিচে এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে ১ শতাংশেরও কম। ২০১৪ সালে বাংলাদেশে নতুন এইচআইভিতে আক্রান্ত হয়েছে ৪৩৩ জন এবং এইডস রোগে মৃত্যু হয়েছে ৯১ জনের। অন্যদিকে ১৯৮৯ সাল থেকে ২০১৪ পর্যন্ত এইচআইভি আক্রান্তের সংখ্যা মোট ৩ হাজার ৬৭৪ জন এবং এইডসে মৃত্যু হয়েছে ৫৬৩ জনের। ইউএনএইডস-এর তথ্যমতে বাংলাদেশে বর্তমানে অনুমিত ৮ হাজার ৯০০ ব্যক্তি এইচআইভিতে সংক্রামিত এবং যারা নতুন সংক্রামিত হয়েছে তাদের শতকরা ৩০ ভাগ নারী (গৃহিনী) এবং ৩১ শতাংশ অভিবাসী ও অতীতে যারা অভিবাসী ছিলেন এমন।