খোলা বাজার২৪॥ মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০১৫: মুক্তিযুদ্ধে লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া লাল-সবুজ পতাকা পৃথিবীর সাত অঞ্চলের সাত সর্বোচ্চ শৃঙ্গে উড়িয়ে দিয়ে দেশে ফিরেছেন অভিযাত্রী ওয়াসফিয়া নাজরীন।
সোমবার রাতে মালয়েশিয়ার মালিন্দো এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে ক্লান্ত-শ্রান্ত ওয়াসফিয়া জানালেন, আপাতত তিনি ‘একবেলা’ ভাত খেতে চান। সেভেন সামিট পূর্ণ করার অভিজ্ঞতা নিয়ে লিখতে চান বই।
সাত অঞ্চলের সাত সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছানো প্রথম বাংলাদেশি ওয়াসফিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তার ভাই সারওয়ার চৌধুরী, ভাবী সামিতা কায়সার, খালা ছবি রউফ ও খালু ন্যাট রউফ।
ড৯ভিআইপি লাউঞ্জ দিয়ে বের হওয়ার পর প্রথমে তার হাতে শুভেচ্ছার ফুল তুলে দেয় অভিনেতা শহিদুল আলম সাচ্চুর শিশুকন্যা সুজাইয়া আলম। জাগো ফাউন্ডেশনের একদল কর্মীও স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সেখানে।
গত ১৮ নভেম্বর সকাল ১০টা ১৯ মিনিটে দুর্গম ‘মেসনার’ রুট হয়ে ওশেনিয়া অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কারস্তেনস পিরামিডে পৌঁছান ওয়াসফিয়া। পূর্ণ হয় তার সপ্ত শৃঙ্গ জয়ের অভিযান, যার সূচনা হয়েছিল ২০১১ সালে, বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছর উদযাপন উপলক্ষে।
“মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এটা শুরু করেছিলাম। তাদের দেওয়া পতাকা সাতটি সামিটে ওড়াতে পেরেছি। আমি মনে করি এটা শুধু আমার নয়, গোটা বাংলাদেশের জয়, বাংলাদেশের মানুষের জয়,” বলেন এই অভিযাত্রী।