বখোলা বাজার২৪॥ মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০১৫: ২০১৫ সালের সেরা গোলের পুরস্কারের জন্য ঘোষিত সংক্ষিপ্ত তালিকায় বার্সেলোনা তারকা লিওনেল মেসির সঙ্গে আছেন এএস রোমার আলেস্সান্দ্রো ফ্লোরেন্তসিও।
পুসকাস অ্যাওয়ার্ড নামে পরিচিত বর্ষসেরা গোলের পুরস্কারের জন্য সোমবার তিন গোলের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
সংক্ষিপ্ত এ তালিকায় মেসি আছেন গত মে মাসে কোপা দেল রের ফাইনালে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে একক নৈপুণ্যে করা অসাধারণ গোলটির জন্য।
ফ্লোরেন্তসির গোলটি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বার্সেলোনার বিপক্ষে দূরপাল্লার শটে করা।
ব্রাজিলের ঘরোয়া লিগের দল গোইয়ানোর হয়ে আতলেতিকো গো গোইয়ানেসিয়ার বিপক্ষে করা গোলটির কারণ সংক্ষিপ্ত তিনে আছেন ওয়েনডেল লিরা। ওই ম্যাচ অসাধারণ এক বাইসাইকেল কিকে লক্ষ্যভেদ করেন তিনি।
বর্ষসেরা গোলদাতার নাম ঘোষণা করা হবে আগামী ১১ জানুয়ারি জুরিখে ফিফা-ব্যালন ডি’অর পুরস্কারের রাতে।