খোলা বাজার২৪॥ মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০১৫:আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ২৩৬ টি পৌরসভার মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ ও বিএনপি।
দল দুইটির নির্ভরযোগ্য সূত্র থেকে এসব তথ্য জানা গেছে।
জানাগেছে, আজ মঙ্গলবার দুপুরের পর থেকে ২৩৬ টি পৌরসভার মেয়র পদে দলের মনোনীত প্রার্থীদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব মো: শাহজাহানের স্বাক্ষরিত মনোনয়ন ফরম বিতরণ করা হবে।
অপরদিকে, আজ দুপুরে ২৩৬ টি পৌরসভার মেয়র পদে চূড়ান্ত করা দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করবে আওয়ামী লীগ।