Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
1448956496
খোলা বাজার২৪॥ মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০১৫:থিয়েটার’ নাট্যদলের আয়োজনে শুরু হচ্ছে ‘থিয়েটার সপ্তাহ। ৪ ডিসেম্বর রাজধানী সেগুনবাগিচার জাতীয় নাট্যশালায় শুরু হবে এই নাট্যোৎসব।
উৎসবটি উদ্বোধন করবেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। এ সময় উপস্থিত থাকবেন নাট্য-ব্যক্তিত্ব আতাউর রহমান, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীসহ আরও অনেকে।
‘সবার উপরে জীবন সত্য’-এই স্লোগানকে সামনে রেখে ‘থিয়েটার’ সপ্তাহ ধরে সাতটি নাটকের প্রদর্শনী করবে।প্রতিদিন সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমি-র জাতীয় নাট্যশালায় টিকিটের বিনিময়ে নাটকের মঞ্চায়ন দেখতে পরবেন দর্শক। আর সেমিনারগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রিয়.কম।